মালদা

নিজের ঘড় থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার ২৭ বছরের ব্যবসায়ী

জালনোট পাচার থেকে শুরু করে বোমাগুলি ও খুনের ঘটনায় বারবার সংবাদের শিরোনামে উঠে আসে কালিয়াচকের নাম। শুক্রবার এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত রক্তাক্ত গলা কাটা মৃতদেহ উদ্ধার হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়াই কালিয়াচকে।  জানা যায় কালিয়াচকের বামন গ্রামের মসুমপুরের বাসিন্দা হামিদুর হক, সে পেশায় মুরগী ব্যবসায়ী। পরিবার সূত্রে খবর হামিদুর বৃহস্পতিবার রাতে কাজ থেকে বাড়ি ফেরে। শুক্রবার সকালে কাজে না যাওয়ায় এক ব্যাক্তি হামিদুরের খোঁজে তার বাড়ি আসে। দরজা লাগান দেখে সে ডাকাডাকি করে তারপরেও কোন সাড়া না পাওয়ায় সেই ব্যক্তি ফিরে যায়। বছর ২৭ এর হামিদুরের বিয়ে হয়েছে প্রায় ৩ বছর আগে। তার স্ত্রী বাবার বাড়ি যাওয়ায় বেশ কিছুদিন ধরে বাড়িতে একা ছিল হামিদুর। শুক্রবার সকালে তার বাবা তার বাড়িতে এসে ডাক দিলে কোন সাড়া শব্দ না পাওয়ায় হামিদুরের বাড়ির জানালা ইট দিয়ে ভেঙে বাড়ির ভেতরে দেখতেই তার ছেলের রক্তাক্ত মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখে। এরপর ঘটনার জানাজানি হতেই পরিবারের সদস্য ও এলাকাবাসীরা ছুটে আসে। পরিবারেরে সদস্যরা হতভম্ব হয়ে পড়ে এই দৃশ্য দেখে। ঘরের ভেতরে ও বাইরে উভয় দিক থেকে দরজায় ছিটকিনি দেওয়া রয়েছে। আর ঘড়ে রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহটি পড়ে রয়েছে। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌছায় কালিয়াচক থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। স্থানীয়রা জানায় এই ঘটনায় যারা দোষী তাদের খোঁজ করুক পুলিশ। এমনকি যদি CID টিমের প্রয়োজন হয় সেটাও নিয়োগ করে দোষীদের খুঁজে তাদের কঠিন শাস্তি দেওয়া হোক বলে দাবী করে স্থানীয়রা।